Barak Valley

শিলচরে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অংশগ্রহণ ঐক্য-সংহতি সম্মেলনে

শিলচর : অসম সফরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। দক্ষিণ অসমের শিলচরে অনুষ্ঠিত এক ঐক্য-সংহতি সম্মেলনে যোগদান করতে এসেছেন মুখ্যমন্ত্রী বীরেন। এখান থেকে তিনি ঐক্য-সংহতি মিশনের যাত্রা শুরু করেছেন। তাঁর সফরের লক্ষ্য অশান্তির বাতাবরণ দূরে ঠেলে সম্প্রীতির প্রচার করা।

প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরি ঐক্য কনভেনশন ২০২৩-এ যোগ দিয়ে তাঁর আনন্দ প্রকাশ করেছেন। দক্ষিণ অসমের কাছাড় জেলা সদর শিলচরের পার্শ্ববর্তী দুধপাতিল পার্ট-৪-এর অন্তর্গত খোয়ারেনে অল আসাম মণিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই সম্মেলন মেইতেই, মেইতি-পাঙ্গাল এবং বিষ্ণুপ্রিয়া জনগোষ্ঠীর ঐক্য নিশ্চিত করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই প্ল্যাটফর্ম সম্মিলিতভাবে মণিপুরি পরিচয়ের প্রতিনিধিত্ব করে।

সম্মেলনে মণিপুর এবং অসমের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর গুরুত্ব দেওয়া হয়। অসমের মণিপুরি সম্প্রদায় মণিপুরের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে অগ্রণী ভূমিকার জন্য প্রশংসিত হয়েছে।

Show More

Related Articles

Back to top button