Barak Valley

শিলচর-গুয়াহাটি নতুন বিমান পরিষেবা শুরু আজ থেকে

শিলচর : উড়ান প্রকল্পের অধীনে শিলচর-গুয়াহাটি নতুন বিমান পরিষেবা চালু হলো৷ আজ সকালে শিলচর বিমানবন্দরে ফ্লেগ অফ করে ‘ফ্লাই বিগ’ বিমান যাত্রার সূচনা করেন সাংসদ ডাঃ রাজদীপ রায়৷ এর আগে শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা৷ কুম্ভীরগ্রাম বিমানবন্দর কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন সাংসদ রাজদীপ, গুয়াহাটি থেকে ফ্লাইবিগের Vice President ও CSO রাজীব শর্মা, Security Incharge অনির্বাণ বিশ্বাস, Airport Aithority Director পি কে গোড়াই সহ অন্যান্য অতিথিরা৷

শিলচর থেকে প্রথম যাত্রী ছিলেন জয়ন্ত শর্মা৷ আজ ১ম দিন গুয়াহাটি থেকে আসেন ৬১ জন যাত্রী৷ শিলচর থেকেও উড়ে যান ৬১ জন যাত্রী৷ সাংসদ ডাঃ রাজদীপ রায় বলেন, ৭২ আসনের শিলচর-গুয়াহাটি বিমান পরিষেবা সপ্তাহে ৭ দিন চালু থাকবে৷ এখন দিনে একবার যাওয়া-আসা করবে৷ আগামীতে যাত্রী সংখ্যা বাড়লে বিকেলেও আরও একবার বিমানটি শিলচর-গুয়াহাটি চলাচল করবে৷ তিনি এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে৷

Show More

Related Articles

Back to top button