EducationBarak Valley
শীঘ্রই উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানালেন সচিব
গুয়াহাটি : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে অসম হাইয়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল (AHSEC)৷ ঘোষণা হবে খুব শীঘ্রই৷ এমনটাই জানিয়েছেন কাউন্সিলের সচিব পুলক পাটগিরি৷ শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু অবশ্য আগেই জানিয়েছিলেন যে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল৷ এবার ১০ তারিখের মধ্যে ফলাফল প্রকাশের কথাও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে৷ যদিও নির্দিষ্ট দিনক্ষণের ব্যাপারে এখনও খোলসা করেনি কাউন্সিল৷ সচিব পাটগিরি রবিবার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, ১০ মে’র মধ্যে ফলাফল প্রকাশ হবেই, এমন কোনও নিশ্চয়তা নেই৷ তবে, শীঘ্রই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে AHSEC.