Barak Valley
শুক্র ও শনিবার করিমগঞ্জ সফরে রাজ্যপাল
করিমগঞ্জ : অসমের রাজ্যপাল শুক্র ও শনিবার করিমগঞ্জ সফরে আসছেন৷ শুক্রবার হাইলাকান্দি সফর শেষ করে বিকেলে রাজ্যপাল করিমগঞ্জে এসে রাত কাটাবেন৷ পরদিন সকাল ৯:৩০ থেকে রাজ্যপাল করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত, পুলিশ সুপার সহ সুরক্ষা এজেন্সির প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন৷
পাশাপাশি, বিভিন্ন বিভাগীয় প্রকল্প ও উন্নয়নমূলক কাজার্মের খোঁজ নিতে বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করবেন৷
সেদিনই তিনি করিমগঞ্জের নিরালাস্থিত বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করবেন৷ এছাড়া অন্য আরেকটি সফর শেষ করে রাজ্যপাল শিলচরের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে৷
বুধবার করিমগঞ্জে অনুষ্ঠিত জেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ সভায় রাজ্যপালের এই সফরসূচি সম্পর্কে জানানো হয়েছে৷