Barak Valley
শ্রীগৌরীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বদরপুর : বদরপুর থানা এলাকার শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে থাকা বরাক নদী থেকে শনিবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৫০) লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ লাল শার্ট পরিহিত লাশ নদীতে ভাসমান অবস্থায় শনিবার ভোরে দেখতে পান স্থানীয় মানুষ৷ তাঁরা বিষয়টি বদরপুর থানায় জানালে পুলিশ সরজমিনে পৌঁছায়৷
বেলা ২টায় বদরপুরের সার্কল অফিসার কিমনেইনেম চাংসাংয়ের উপস্থিতিতে পুলিশ লাশটি নদী থেকে উদ্ধার করে৷ এরপর সার্কল অফিসার মৃতদেহের ইনকোয়েস্ট করেন৷ ঘটনাস্থলেই লাশটি শনাক্তকরণের জন্য পুলিশ অনেক চেষ্টা করে৷ পরে বদরপুর পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়৷ শেষ খবরে জানা গেছে, ময়নাতদন্ত শেষে মৃতদেহের পরিচয় জানার জন্য আগামী ৭২ ঘন্টা হাসপাতালের মর্গে রাখা হবে৷