সড়ক দুর্ঘটনায় নিলামবাজারে ৫ স্কুলছাত্রী সহ ১ পথচারী জখম
নিলামবাজার : অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ঝাপিয়ে পড়ল স্কুল ছাত্রীদের ভিড়ে৷ এতে মারাত্মকভাবে জখম হন ৫ ছাত্রী সহ ১ পথচারী৷ তারমধ্যে ৩ ছাত্রীর অবস্থা সঙ্কটজনক৷ সঙ্গে সঙ্গে তাদের পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ পুলিশ অটোরিকশাটি নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দুর্ঘটনার শিকার হয়ে পরীক্ষায় বসতে পারেনি হরগোবিন্দ এমভি স্কুলের ৭ম শ্রেণির ওই ৫ ছাত্রী৷ ঘটনাটি ঘিরে অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে৷
মঙ্গলবার সকাল ১১:৩০টায় নিলামবাজার থানা এলাকার বাহাদুরপুরস্থিত অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে ঘটনাটি সংঘটিত হয়৷ জানা গেছে, ঘটনাস্থলের অদূরের হরগোবিন্দ এমভি স্কুলের ৭ম শ্রেণির বিকাল পরীক্ষা ছিল৷ প্রতিদিনের মতো ছাত্রীরা বাড়ি থেকে রাস্তার ফুটপাত দিয়ে হরগোবিন্দ এমভি স্কুলে যাওয়ার পথে হঠাৎ করিমগঞ্জগামী AS-10 AC-4349 রেজিস্ট্রেশন নম্বরের অটোরিকশাটি দ্রুতগতিতে রং সাইটে ছুটে এসে ছাত্রীদের ভিড়ে উপচে পড়ে৷ এতে ৫ ছাত্রী এবং ১ পথচারী যুবক মারাত্মকভাবে জখম হয়৷ ঘটনার মুহূর্তেই ১ ছাত্রী দৌড়ে স্থান ত্যাগ করে অল্পের জন্য রক্ষা পায়৷
ঘটনার পর ৭ম শ্রেণির ছাত্রী স্থানীয় ঘোড়ামারা গ্রামের কিসমত আরা বেগম, সমছিয়া বেগম, ফারহানা বেগম, মাসজিদা আখতার, রুমানা বেগম ও পথচারি লোহারপাড়া ১ম খণ্ডের নাসির উদ্দিনকে উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠালে তাদের সবাইকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়৷
জানা গেছে, জখম বেশিরভাগ ছাত্রীর শরীরের নানা হাঁড় ভেঙে গিয়েছে৷ অবস্থা সঙ্কটজনক থাকায় সিভিল হাসপাতাল থেকে কিসমত আরা, ফারহানা ও রুমানাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার পর বেশকিছু সময় অঘোষিতভাবে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক৷ খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি হেফাজতে নিয়ে জাতীয় সড়ক যানজটমুক্ত করে দেয়৷
ঘটনাটি জানাজানি হতে গোটা এলাকার ছাত্রছাত্রীদের অভিভাবক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ এই দুর্ঘটনার জন্য অটো চালককে দায়ী করছেন তাঁরা৷