Updates

সন্দেশখালির ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে রাষ্ট্রপতিকে স্মারকপত্র এবিভিপির

করিমগঞ্জ : পশ্চিমবঙ্গের সন্দেশখালির ঘটনায় তোলপাড় গোটা দেশ৷ রাজ্য সরকারের ভূমিকার নিন্দা চলছে সর্বত্র৷ ভয়াবহ ঘটনার পরও কেন উচ্চস্তরীয় এজেন্সিকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে না৷ এ ধরনের নানা অভিযোগ উত্থাপন করে প্রতিবাদে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷

বুধবার পরিষদের করিমগঞ্জ জেলা কমিটি ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি দাবিতে জেলা আয়ুক্তের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করে৷ সন্দেশখালিতে মহিলাদের ওপর বছরের পর বছর চলা অকথ্য নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে স্মারকপত্রে৷ এছাড়াও পশ্চিমবঙ্গের তৃণমূল বাহিনী মহিলাদের ইজ্জত ও সম্ভ্রম হানি করেছে বলে অভিযোগ করা হয়েছে এতে৷

স্মারকপত্রে বিদ্যার্থি পরিষদের পক্ষ থেকে পুরো ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দায়িত্ব কোনও কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে৷ পাশাপাশি সন্দেশখালির ঘটনা সম্পর্কে নির্ভয়ে মহিলারা যাতে নিজেদের মতামত দিতে পারেন এজন্য একটি হেল্প লাইন নং চালু করারও দাবি জানান তারা৷ এদিন বিদ্যার্থী পরিষদের পক্ষে রাজর্ষি দেব, অরূপ দাস, পঞ্চম দাস, রাহুল রায়, সুজিত রায়, সংঘমিত্র বর্ধন প্রমুখ স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button