North-East

সবজির আড়ালে মাদক পাচার রুখে দিল আসাম রাইফেলস

শিলচর : লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে শুক্রবার ভোট হবে অন্যান্য কেন্দ্রের সঙ্গে শিলচর আসনেও৷ ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে৷ এমন আবহেও কাছাড় জেলার উপর দিয়ে মণিপুর থেকে সবজির আড়ালে মাদক পাচার রুখে দিল আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ৷

গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে বুধবার পূর্ব কাছাড়ের জিরিঘাট সীমান্তবর্তী মণিপুর রাজ্যের জিরিবামে সাড়ে ৩ কোটি হেরোইন উদ্ধার করেছে আসাম রাইফেলস৷ এদিন জিরিবাম পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে আসাম রাইফেলস হেরোইন সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ এদের কাছ থেকে ৩০টি সাবানের কেসে থাকা হেরোইন বাজেয়াপ্ত করে৷

সূত্র মতে, চক্রটি একটি লরিতে কাঁচা কলার নিচে মিষ্টি লাউয়ের মাঝখান কেটে মাঝখান ফাঁকা করে ভিতরে লুকিয়ে পাচারের মতলবে ছিল৷ যদিও আসাম রাইফেলসের জওয়ান ও জিরিবাম পুলিশ এদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে৷ সূত্রটি জানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে আসাম রাইফেলস৷

Show More

Related Articles

Back to top button