Barak Valley

সরস্বতী পূজাকে অসম্মান! পূর্বোত্তর ডেইলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি এবিভিপির

করিমগঞ্জ : বদরপুর এনসি কলেজের সরস্বতী পূজাকে ভুল ব্যাখ্যা এবং অসম্মান করার অভিযোগে পূর্বোত্তর ডেইলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানালো ছাত্র সংগঠন ABVP. এ নিয়ে বুধবার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা৷ প্রতিনিধি দলে ছিলেন ABVP-র জেলা সংগঠন মন্ত্রী ভাস্কর সরকার, জেলা সমন্বয়ক রাজর্ষি দেব, সেবা প্রমুখ পঞ্চম দাস, সুজিত রায় প্রমুখ৷ ঘটনার তীব্র ভাষার নিন্দা জানান ছাত্র সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা৷

প্রদত্ত স্মরকপত্রে উল্লেখ করা হয়েছে, পূর্বোত্তর ডেইলি সরস্বতী পুজোকে ভেলেন্টাইনস ডে হিসেবে উল্লেখ করে৷ এটি নিঃসন্দেহে একটি ধর্মীয় উৎসবের জন্য অসম্মানজনক৷ এটা হিন্দু সম্প্রদায়ের আবেগে আঘাত৷ এ নিয়ে সঠিক তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে পুলিশ সুপারের কাছে৷

Show More

Related Articles

Back to top button