Barak Valley

সাংবাদিক করুণা দেবের মাতৃবিয়োগ

করিমগঞ্জ : দীর্ঘ রোগ ভোগের পর বিদায় নিলেন মায়ারানি দেব৷ বুধবার রাতে করিমগঞ্জ শহরের শ্যামাপ্রসাদ রোডে নিজ বাসভবনে তিনি প্রয়াত হন৷

তাঁর একমাত্র ছেলে সাংবাদিক করুণা দেব জানান, করোনাকাল থেকেই তিনি ফুসফুস জনিত রোগে ভুগছিলেন৷ চেন্নাই, হায়দ্রাবাদ প্রভৃতি স্থানে তার চিকিৎসা করা হয়৷ ফুসফুসে অস্ত্রোপচারের পর তিনি কর্কট রোগে আক্রান্ত হন৷ পরবর্তীকালে ডা. রবি কান্নানের কাছেও তাঁকে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷

মৃত্যুকালে বয়স হয়েছিন ৭৭ বছর৷ রেখে গেছেন ১ ছেলে, ৪ মেয়ে, পুত্রবধূ, জামাতা নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ৷ বুধবার রাতেই সুভাষনগর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷ তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত৷

Show More

Related Articles

Back to top button