Barak Valley

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে কর, প্রতিবাদে সরব মাতৃভাষা সুরক্ষা

করিমগঞ্জের জেলাশাসককে স্মারকপত্র মাতৃভাষা সুরক্ষা সমিতির

  • সাংস্কৃতিক অনুষ্ঠানে মাশুল প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান

করিমগঞ্জ : সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আরোপিত কর শীঘ্রই প্রত্যাহার করতে জেলাপ্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি৷ বৃহস্পতিবার সংগঠনের করিমগঞ্জ জেলা সমিতির পক্ষে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেবের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন৷ প্রতিনিধি দলে ছিলেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় দেব, নন্দনকুমার নাথ, গোপাল দাস, বিষ্ণুপদ নাগ৷ এছাড়া সুরক্ষা সমিতির দাবির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন সুজিতকুমার পাল, সঞ্চিতা শুক্লা, রূপশ্রী রায় সহ ৩৬টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা৷

স্মারকলিপিতে বলা হয়, প্রতিটি জনগোষ্ঠীর সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি বাঁচিয়ে রাখা ও তা উত্তরোত্তর শক্তিশালী করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব৷ কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সরকারের কর কিংবা মাশুল চাপিয়ে দিলে এসব অনুষ্ঠান পালনে বাঁধার সৃষ্টি হবে৷ এতে সংস্কৃতি চর্চায় ব্যাঘাত ঘটবে৷ তাই আরোপিত মাশুল শীঘ্রই প্রত্যাহার করতে হবে৷

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে রাজ্য সরকার রাজনৈতিক সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আচমকা কর চাপিয়ে দেয়৷ যা দেশের ইতিহাসে বিরলতম ঘটনা৷ বিরোধীদের দাবি, বিরোধী কন্ঠ স্তব্ধ করতে রাজনৈতিক সভা সমাবেশ কর চাপিয়ে দিয়েছে সরকার৷ সাংস্কৃতিক সংস্থা গুলিও আন্দোলনে নেমেছে৷

একদিকে, সরকার সাংস্কৃতিক মহাসংগ্রাম আয়োজন করেছে, অন্যদিকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে কর চাপিয়ে দিয়েছে৷ মাতৃভাষা সুরক্ষা সমিতি প্রথম থেকেই এই কর আরোপের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে৷ গত ৩০ ডিসেম্বর করিমগঞ্জ জেলা সমিতির ডাকে স্থানীয় শিক্ষক ভবনে আন্দোলনের রূপরেখা ঠিক করতে সভা অনুষ্ঠিত হয়৷ সেদিনের সভায় সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার সভায় স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ পরবর্তীতে সমিতি, ধরনা, বিক্ষোভ, মিছিল, ইত্যাদি সংঘটিত করবে৷ গ্রামেগঞ্জে সভা করে এই আন্দোলন তীব্র করবে৷

Show More

Related Articles

Back to top button