Barak Valley

উত্তর করিমগঞ্জের গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০ দুঃস্থ পরিবারের মধ্যে টিন বিতরণ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের

করিমগঞ্জ : চৈত্রের প্রথম ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন৷ ক্ষতিগ্রস্তদের মোট ৫৯২টি টিন ও ৯৬টি চালের টুলি দিয়েছেন মিশনের মহারাজরা৷ দরিদ্র নারায়ণ সেবাই হচ্ছে মিশনের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ৷ ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ৷ ঘূর্ণিঝড়ে অনেকের ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে৷ এসব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রামকৃষ্ণ মিশন৷ এ নিয়ে মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ, স্বামী রামভদ্রানন্দ মহারাজ সহ ক’জন স্বেচ্ছাসেবক সরজমিনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছেন৷

মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের মিশনে ডেকে তাঁদের চালের টিন ও টুলি দেন মহারাজরা৷ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রায় ৫ লক্ষ টাকার টিন ও টুলি তুলে দেন স্বামী প্রভাসানন্দ মহারাজ ও স্বামী রামভদ্রানন্দ মহারাজ৷ এদিন শহরের নীলমণি, শিববাড়ি, দাসপট্টি, ব্রজেন্দ্র রোড সহ বিশকুটি, মাইজগ্রাম, শরিফনগর ও কেশরকাপন এলাকার মোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে টিন তুলে দেওয়া হয় মিশনের তরফে৷

Show More

Related Articles

Back to top button