Barak Valley

সাংস্কৃতিক মহাসংগ্রাম : হাইলাকান্দিতে দরখাস্ত আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ২১ সেপ্টেম্বর : হাইলাকান্দিতে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম ২০২৩ এর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৮ বছর, ১৯ থেকে ২৪ বছর এবং ২৫ থেকে ৩৫ বছরের প্রার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ছয়টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলি হল জ্যোতি সংগীত, বিষ্ণু রাভা গীত, ভূপেন্দ্র সংগীত, রবীন্দ্র সংগীত, বিহু নৃত্য এবং ইথনিক ড্যান্স। আগামী ১০ অক্টোবর পর্যন্ত দরখাস্ত সংশ্লিষ্ট গাঁও পঞ্চয়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে। এরপর ১০ অক্টোবর থেকে অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে। জেলায় এই প্রতিযোগিতার নোডাল অফিসার এডিসি কিমচিন লঙ্গাম এই প্রতিযোগিতার বিশদ বিবরণী জেলার ইন্সপেক্টর অফ স্কুলস, ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার, জেলার কলেজগুলির প্রধান, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শাখা এবং জেলার বিভিন্ন নৃত্য ও সংগীত সংগঠন গুলির কর্মকর্তাদেরকাছে পাঠিয়ে দিয়েছেন।

Show More

Related Articles

Back to top button