Barak Valley

সিদ্ধেশ্বর শিবমন্দির থেকে রামজানকী রথযাত্রা শুরু

যুব সমাজকে রাষ্ট্রপ্রেমে উদ্বুদ্ধ করতেই শৌর্য জাগরণ যাত্রা : সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র

শ্রীগৌরী, বদরপুর ও পাঁচগ্রাম প্রতিনিধি : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলমুনির আশ্রম থেকে রামজানকী রথযাত্রা বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ গুয়াহাটি ক্ষেত্রের সংগঠন মন্ত্রী দীনেশ কুমার তিওয়ারি, দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মন্ডল, সভাপতি আইনজীবী শান্তনু নায়েক, সেবা প্রমুখ গোপাল ভট্টাচার্য, বজরং দল সংযোজক বিষ্ণু ভট্টাচার্য, সৎসঙ্গ প্রমুখ দিলীপ দিলীপকুমার দেব, শংকর মঠের স্বামী বিজ্ঞানন্দ মহারাজ, বিজেপি হাইলাকান্দির জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম সম্পাদক সুজন ভট্টাচার্য৷

হিন্দু সনাতন সংস্কৃতির ঐতিহ্য রামজানকী রথযাত্রা গোটা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ন’দিন পরিক্রমা করবে৷ পরে শিলচরের মালুগ্রাম পঞ্চানন মহাদেব বাড়িতে হবে সমাপনী অনুষ্ঠান৷ রামজানকী রথযাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে স্বপন ও সুজন ভট্টাচার্য জানিয়েছেন, হিন্দু সনাতন সংস্কৃতিকে একসূত্রে আবদ্ধ রাখার ক্ষেত্রে এই রথযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷

Show More

Related Articles

Back to top button