Updates

সুব্রতর সঙ্গে মনান্তর, স্বপদে ফের ইস্তাফা পৌরপতি রবীন্দ্র দেবের!

খেল মহারণ ইস্যুতে করিমগঞ্জ পৌরসভার নাটক, নেপথ্যে জেলা বিজেপি সভাপতির সঙ্গে ঠান্ডা লড়াই

করিমগঞ্জ : জেলা বিজেপি সভাপতির সঙ্গে সামান্য মতানৈক্যের জেরে করিমগঞ্জে পৌরপতির পদত্যাগ দাখিল! এমন রব উঠেছে শহরে৷ যদিও বৃহস্পতিবার রাতেও জেলা বিজেপি কার্যালয়ে তাঁরা দুজনে একসঙ্গে খেল মহারণের সভায় উপস্থিত ছিলেন৷

জানা গেছে, বুধবার নীলমণি স্কুলের মাঠ মেরামতির বিষয়ে দু’জনের মধ্যে নাকি মতানৈক্য হয়৷ আর এতে আবেগপ্রবণ হয়ে অনেকটা নাটকীয়ভাবেই নিজের পদত্যাগ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের হাতে নাকি তুলে দেন রবীন্দ্র দেব৷

প্রাপ্ত খবর অনুযায়ী, শীঘ্রই শুরু হচ্ছে খেল মহারণ৷ এতে সরকারি স্কুলের মাঠ, নীলমণি স্কুলের মাঠ ব্যবহার করা হবে৷ বুধবার জেলা বিজেপি সভাপতি নীলমণি মাঠের গর্ত ভরাট করে ঠিকঠাক করে দেওয়ার জন্য পৌরপতিকে অনুরোধ জানান৷ পৌরপতি নাকি এতে রাজি হননি৷ তখন কিছুটি বিমর্ষ হয়ে জেলা সভাপতি অন্য একজনকে মাঠ ঠিক করে দিতে বলেন৷ এনিয়েই সমস্যা বাঁধে৷

খবর অনুযায়ী বুধবার বিকেলে অখুশি পৌরপতি বিজেপি কার্যালয়ে প্রদেশ সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুর উপস্থিতিতে চলা সভায় গিয়ে সবার সামনে নাকি নিজের পদত্যাগ পত্র জেলা সভাপতির হাতে তুলে দেন৷ যদিও তখন পৌরপতিকে বুঝিয়ে শান্ত করেন জেলা সভাপতি৷ অবশ্য তার সঙ্গে মতানৈক্য সহ পৌরপতির পদত্যাগের কথা অস্বীকার করেছেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য৷ তিনি এটাকে রটনা বলে জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button