Updates

ট্রাই সাইকেল দেওয়া হল পাথারকান্দির কৃষকদের

পাথারকান্দি : বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় কৃষি বিভাগের তরফে পাথারকান্দি কেন্দ্রের কিছু কৃষকের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয় শনিবার৷ এ দিন রামকৃষ্ণনগর কৃষি কার্যালয় থেকে নির্বাচিত কৃষকরা তাঁদের ট্রাই সাইকেল নিয়ে আসেন৷ এ মর্মে মণ্ডল কিষান মোর্চার সভাপতি স্বপন দাস বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জনান৷ তিনি বলেন, বর্তমানে ডবল ইঞ্জিন সরকার কৃষিক্ষেত্রকে যথেষ্ট প্রাধান্য দিয়ে কাজ করছে৷ এতে কৃষকেরা অনেক উপকৃত হচ্ছেন৷ তিনি বলেন, আমাদের নিজ বিধানসভায় চাষাবাদের সুবিধার্থে স্থানে স্থানে জলসেচ প্রকল্প বরাদ্দ করছেন বিধায়ক৷ পাশাপাশি মরশুমি ফসল উৎপাদনের জন্য উন্নত মানের বীজ দেওয়া হয়েছে কৃষকদের৷ সেই সঙ্গে সময়ে সময়ে বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে প্রশিক্ষণ শিবিরও করা হয়৷ সরকারের লক্ষ্য হচ্ছে, অ্যাগ্রিকালচার সেক্টরে জড়িতরা তাঁদের উপার্জন বৃদ্ধি করতে সক্ষম হন৷ উন্নত পদ্ধতির মাধ্যমে কৃষকরা স্বাচ্ছন্দ্যে চাষবাদ করেন৷

Show More

Related Articles

Back to top button