Barak Valley
সোমবার করিমগঞ্জ জেলা বিজেপির কার্যনির্বাহী সভা
করিমগঞ্জ : জেলা বিজেপির কার্যনির্বাহী সভা সোমবার অনুষ্ঠিত হবে৷ ওইদিন সকাল ১০টায় সভা অনুষ্ঠিত হবে রমণীমোহন ইনস্টিটিউটে৷ দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় অংশ নেবেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ৷ এ ছাড়াও এদিনের সভায় অংশ নেবেন মিশনরঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্র দেব, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার প্রমুখ৷