Barak Valley

স্কুলছুটদের নিয়ে শনবিল এলাকা পরিদর্শনে জেলা আয়ুক্ত

করিমগঞ্জ : শিক্ষার মূলস্রোতে ফিরে আসা স্কুলছুট ছাত্রদের নিয়ে এবার এশিয়ার ২য় বৃহত্তম জলাশয় পরিদর্শনে যান করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব৷ একইসঙ্গে বরাক ইঞ্জিনিয়ারিং কলেজে ছুটে যান সবাই৷ শিক্ষামূলক ভ্রমণের অঙ্গ হিসেবে সমগ্র শিক্ষা মিশনের অধীন বিশেষ আবাসিক কেন্দ্র ও অনাবাসিক কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে শনবিল ছুটে যান সমগ্র শিক্ষার জেলা মিশন সমন্বয়ক মৃদুল যাদব৷ স্কুলছুট ছাত্রদের শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্র সরকারের তরফে দেশের বিভিন্ন রাজ্যে সর্বশিক্ষা মিশন অভিযানের অধীনে বিশেষ আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয় ২০০৩ সালে৷ কেন্দ্রগুলোতে বিনামূল্যে ছাত্রছাত্রীদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে দেওয়ার পাশাপাশি পঠন-পাঠনে বিশেষ নির্দেশিকা জারি করা হয়৷ শিক্ষা দানের লক্ষ্যে শিক্ষা সেবক-সেবিকা, অন্যান্য বিষয় তদারকির জন্য কেয়ারটেকার এবং ৪র্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হয়৷ নিতান্তই কম পারিশ্রামিকে ২৪ ঘন্টা কেন্দ্রগুলোতে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন শিক্ষা সেবক-সেবিকা থেকে শুরু করে অন্যান্য কর্মীরা৷ তবে সরকারি যাবতীয় নিয়মনীতি পালন করছেন তারা৷

সমগ্র শিক্ষার DPO সাহাবুদ্দিন চৌধুরী বিভিন্ন অনাবাসিক ও আবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে ছুটে যান শনবিল ও নিরালার বরাক ইঞ্জিনিয়ারিং কলেজে৷ বিভাগীয় কর্মী ও শিক্ষা সেবক-সেবিকাদের নিয়ে এশিয়ার ২য় বৃহত্তম জলাশয় পরিদর্শনে ছুটে যান৷ ছাত্রছাত্রীদের সঙ্গে সেখানে ছুটে যান জেলা আয়ুক্ত মৃদুল যাদবও৷ ছাত্রছাত্রীরা জেলা আয়ুক্তকে কাছে পেয়ে নিজের ইচ্ছে খুশি নাচ-গান-কবিতা আবৃত্তি করে৷ উপস্থিত শিশুদের মধ্যে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতাও৷ জেলা আয়ুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে শনবিল সম্পর্কে সমক্য ধারণা প্রদান করেন‌৷ পঠন-পাঠনের পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ ছাত্রছাত্রীরা পাঠ্য বইয়ের বিষয়বস্তুকে বাস্তবে দেখলে সে বিষয়টি বহুদিন স্মৃতিপটে থাকবে এবং পরীক্ষায় প্রশ্ন এলে সহজেই উত্তর মনে পড়বে বলে জানান জেলা আয়ুক্ত৷ নতুন শিক্ষানীতি বারবার বাস্তবিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে বলে জানান জেলা আয়ুক্ত৷

Show More

Related Articles

Back to top button