Barak ValleySports
মার্শাল আর্টে রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্থান পাথারকান্দি হলি চিলড্রেন স্কুলের তিন ছাত্রের

পাথারকান্দি, ১৬ এপ্রিল : মার্শাল আর্টে রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্থান পেয়েছে পাথারকান্দি হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের তিন ছাত্র।
সম্প্রতি বরাক উপত্যকার বাঁশকান্দিতে আসাম মার্শাল আর্ট অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে খেতাব জিতে রাজ্য স্তরের প্রতিযোতিায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র হাসান আহমেদ, আলিম উদ্দিন এবং একই স্কুলের দশম শ্রেণির ছাত্র জাকারিয়া হুসেন।
ছাত্রদের এই সাফল্যে স্কুলের মার্শাল আর্ট প্রশিক্ষক আবু উবাদা সহ শিক্ষক-শিক্ষিকা উচ্ছ্বাস ব্যুক্ত করেছেন। কৃতী ছাত্ররা ভবিষ্যতে রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্যস প্রস্তুতি নিচ্ছে।