Barak Valley

স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জ পুলিশের ‘তিরঙ্গা যাত্রা’

করিমগঞ্জ : স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্ত জেলা করিমগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা প্রতিবারের মতো এবারও কঠোর করা হয়েছে৷ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা৷ গত কয়েক দিনের দু’একটি ঘটনার দিকে নজর রেখে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে৷ শুরু হয়েছে চেকিং৷

এদিকে, সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার করিমগঞ্জ পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় ‘তিরঙ্গা যাত্রা’৷ এদিন বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা৷ হাতে পাতাকা নিয়ে এই রেলিতে সামিল হন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অমিতরাজ চৌধুরী প্রমুখ৷ পুলিশ সুপারের কার্যালয়ের থেকে শুরু হওয়া এই রেলি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে৷

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রতিজন নাগরিকের জন্য খুব গৌরবের মুহূর্ত এই স্বাধীনতা দিবস৷ সবার ভেতরে দেশপ্রেম থাকা খুব প্রয়োজন৷ সে উদ্দেশ্য নিয়েই এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে৷ এতে জেলার দু’শোর বেশি পুলিশ কর্মী অংশগ্রহণ করেছেন৷ সমাজের মধ্যে দেশপ্রমের বার্তা ছড়িয়ে দিতেই এই রেলির আয়োজন করা হয়েছে৷ পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের জন্য যে বীর জওয়ানরা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্মরণ করা হচ্ছে এই রেলির মাধ্যমে৷

এছাড়া প্রতিদিন কুচকাওয়াজের অভ্যাস চলছে৷ স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান করিমগঞ্জ ডিএসএ প্রতিবারের মতো এবারও আয়োজিত হবে৷ যেখানে সম্মিলিত কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে৷ এতে অংশগ্রহণ করেছে প্রায় ২৪টি প্লাটুন৷ পুলিশ কর্মী ছাড়াও NCC সহ বিভিন্ন স্কুল এতে অংশগ্রহণ করবে৷

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি জানান, করিমগঞ্জ পুলিশ করিমগঞ্জের মানুষের নিরাপত্তা জন্য জাগ্রত রয়েছে৷ পুলিশ চেকিং বাড়ানো হয়েছে জাতীয় সড়কে৷ জেলার প্রবেশ মুখে দিন-রাত চলছে চেকিং৷ বিএসএফের সঙ্গে আলোচনা করে সীমান্তে সুরক্ষা বাড়ানো হয়েছে৷ স্বাধীনতা দিবস শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হবে -এই আশা প্রকাশ করেন তিনি৷

Show More

Related Articles

Back to top button