Barak Valley

স্বামীজির আবির্ভাব মহোৎসব করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে

করিমগঞ্জ : যুগাচার্য স্বামী বিবেকানন্দের পুণ্য আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে৷ শুক্রবার দিনভর বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় মিশন প্রাঙ্গণে৷ অগণিত ভক্ত মিশন প্রাঙ্গণে ভিড় জমান৷ ভোর ৪:৩০টায় মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়৷ সকাল ৫টায় বেদপাঠ ও ভজন পরিবেশন করেন ছাত্ররা৷ সকাল ৬টায় স্তোত্রপাঠ ও ভজন পরিবেশন করেন সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা৷ সকাল ৭টায় শ্রীশ্রী ঠাকুর, শ্রীশ্রী মা ও স্বামীজির বিশেষ পূজা হয়৷ কাশীচৈতন্য ব্রহ্মচারী পূজা করেন৷ সকাল ৮টা ভজনাঞ্জলি পরিবেশন করেন রমাকান্ত দে সহ অন্য শিল্পীরা৷ সকাল ৯:৩০টায় হোম এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হয়৷ সকাল ১০:৪৫ মিনিটে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা করেন মিশনের সহ-অধ্যক্ষ রামভদ্রানন্দজি মহারাজ৷ সকাল ১১:৩০ মিনিটে ভোগারতি পর দুপুর ১২টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়৷ সন্ধ্যা ৫:৩০টায় শ্রীশ্রী ঠাকুরের আরতি শেষে উচ্চাঙ্গ সঙ্গীত ও ভজন পরিবেশন হয়৷ যুব সমাজের মধ্যে স্বামীজির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রভাসানন্দজি মহারাজ৷

Show More

Related Articles

Back to top button