Barak Valley

স্মার্টমিটারের বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস

নিলামবাজার পর্ষদ কার্যালয় ঘেরাও, সড়ক অবরোধ

নিলামবাজার : স্মার্ট মিটার নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে সরগরম নিলামবাজার৷ জেলা জুড়ে আন্দোলনের হুমকি কংগ্রেস নেতাদের৷ সোমবার দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের উদ্যোগে নিলামবাজারে বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ের সামনে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়৷ এদিন হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিশাল প্রতিবাদী মিছিলের মাধ্যমে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ের সামনে জাতীয় সড়ক অবরোধ গড়ে তোলেন কংগ্রেস নেতা-কর্মীরা৷ অবরোধ চলাকালে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন৷ তাঁরা মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশঞব শর্মার স্মার্ট মিটার নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান৷

পরিস্থিতি একসময় উত্তপ্ত হয়ে উঠলে নিলামবাজার সার্কল অফিসার সহ নিলামবাজার থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন৷ পরে কংগ্রেস প্রতিনিধি দল স্থানীয় বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ের SDE ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা করে স্মার্ট মিটার বাতিল সহ বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে সরব হন৷ যেসব গ্রাহকদের স্মার্ট মিটার বসানো হয়েছে তা অতিসত্বর বদল করার পাশাপাশি নতুন করে কোথাও স্মার্ট মিটার না বসাতে বিভাগীয় SDE-কে চেপে ধরেন কংগ্রেস নেতা-কর্মীরা৷ পাশাপাশি করিমগঞ্জ জেলায় কোনও একজন গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানো হলে জেলাজুড়ে বৃহত্তর আন্দোলন অব্যাহত রাখার হুমকিও দেন জেলা ও ব্লক কংগ্রেস নেতারা৷

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, জেলা কার্যকরী সভাপতি সুব্রত দেব, ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী, ফারামপাশা জিপির মণ্ডল কংগ্রেস সভাপতি ছালিকুর রহমান, জেলা যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন, কৃষকমুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ময়দুল ইসলাম প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button