Barak Valley

হকার সমস্যা : রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ সাংসদ মালার

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার রেলওয়ে হকারদের সমস্যার কথা বিভাগীয় আধিকারিকের কাছে তুলে ধরলেন বিজেপি নেতৃত্ব৷ বুধবার করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেন৷ সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণ দাস ও নির্মল বণিক৷ করিমগঞ্জ জেলার রেল সম্প্রসারণ সহ রেল যোগাযোগের বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়৷ মূলত হকারদের পুনরায় রেলে জিনিষ বিক্রির ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তাঁরা৷ বিভাগীয় আধিকারিক বিষয়টি নিয়ে চিন্তা-চর্চা করবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন৷

উত্তর-পূর্ব সীমান্ত রেল যোগাযোগকে উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে রেল বিভাগ৷ রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করেছে কেন্দ্র সরকার৷ করিমগঞ্জ জেলার রেল বিভাগের কাজের অগ্রগতি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে সাংসদ কৃপানাথ মালা দলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে বুধবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন৷ বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে গুরুত্ব সহকারে উপত্যকার রেল হকারদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়৷

বিজেপি নেতারা জানান, দীর্ঘ বছর থেকে অনেক হকার রেলে সামগ্রী বিক্রি করে পরিবার চালাচ্ছেন৷ তাঁদের রুজিরুটির একমাত্র ভরসা ট্রেন৷ কিন্তু কিছুদিন থেকে তাদের রেলে জিনিস বিক্রি করতে দেওয়া হচ্ছে না৷ ফলে জীবনযাপনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের৷ ট্রেনে উঠলে RPF তাদের বিভিন্ন ভাবে হয়রানি করে৷ খোদ হকাররা এমন অভিযোগ উত্থাপান করে প্রতিবাদে নেমেছেন৷ এমনকি অনশনে বসছেন হকাররা৷ এ বিষয়ে GM-কে অবগত করে এ বিষয়ে তার হস্তক্ষেপ কামনা করেন বিজেপি নেতৃত্ব৷ তাদের কথা গুরুত্ব সরকারে শোনেন রেল আধিকারিক৷ তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন৷ পরবর্তীতে তার প্রতিশ্রুতির কথা বদরপুরে অনশনরত হকারদের অবগত করা হয়৷ এরপরই হকাররা অনশন প্রত্যাহার করেছেন বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button