হরিনাম যজ্ঞ : কালীগঞ্জ বংশীদাস বাবার আশ্রমে
কালিগঞ্জ : কালীগঞ্জের ঐতিহ্যবাহী বংশীদাস বাবার আশ্রমের ২৩তম অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ সম্পন্ন৷ মঙ্গলবার এই হরিনাম যজ্ঞে ৫০ হাজারের অধিক লোকের উপস্থিত হয়৷ বিগত ২৩ বছর ধরে এই আশ্রমে হাজার হাজার সনাতন ধর্মের মানুষের উপস্থিতিতে বিশাল হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে৷
আয়োজক কমিটির পক্ষে মতিলাল রায়, জিতেশ লাল রায়, অনিল চন্দ্র রায় জানান এই হরিনাম যজ্ঞের শুভ উদ্বোধন করা হয় রবিবার৷ মঙ্গলবার বেলা ২টায় এই মহোৎসবে দধির ভাণ্ড ভাঙা হয়৷
উল্লেখ, প্রায় দুই দশক আগে রতনপুর গ্রামের নিকটবর্তী জমিতে একটি সমাধি ও ১টি বৃহৎ বট গাছ ছিল৷ বর্তমানে এই মন্দির করিমগঞ্জ জেলা তথা গোটা বরাক উপত্যকার অন্যতম এক মন্দির বলে পরিচিতি লাভ করেছে৷ প্রতি বছর হাজার হাজার লোকের সমাগম ঘটে থাকে৷ মূলত এই মন্দিরের দেখভালের দায়িত্বে রতনপুর খালপারের হাতে গোনা কয়েক পরিবারের লোকজন৷ যদিও এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে একটি কমিটি৷ এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে বিভিন্নপ্রান্তের বিশিষ্টজনদের৷ মন্দির লাগোয়া মুসলমান ধর্মালম্বীদের বাস৷ মন্দিরের খোঁজ নিয়ে জানা গেছে মন্দিরের নিচে সমাহিত রয়েছেন বংশীদাস বাবা৷ মূলত তাঁর বসবাস ছিল এই জায়গায়৷ বংশীদাস বাবার সমাধিস্থলকে কেন্দ্র করেই বংশীদাস বাবার মন্দিরের উৎপত্তি৷
প্রতি বছর কীর্তনের সময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোক সকলের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে দেখা যায়৷ উৎসবে আমন্ত্রিত হন এলাকার বিশিষ্ট মুসলমানরাও৷ বার্ষিক উৎসব পরিচালনায় মুসলমানদের অংশ গ্রহণে সম্প্রীতির কথা স্মরণ করিয়ে দেয়৷