Barak Valley
হাইলাকান্দিতেও জাতীয় ঐক্য সপ্তাহ পালন শুরু

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮ অক্টোবর: জাতীয় ঐক্য সপ্তাহ পালন উপলক্ষে শনিবার হাইলাকান্দির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস ৩১ অক্টোবর পালনের প্রাক্কালে বুধবার থেকে এই সপ্তাহ পালন শুরু হয়েছে জেলায়। সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কার্যসূচি জেলার আয়োজন চলছে। ৩১ অক্টোবর সকাল ১১ টা জেলার সরকারি কার্যালয় গুলিতে জাতীয় ঐক্যের শপথ গ্রহণ করা হবে । এছাড়া এই উপলক্ষে জেলায় একটি ইউনিটি রানেরও আয়োজন করা হবে। এদিকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৭টায় এবং বিকেল ৭ টায় শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইকযোগে দেশাত্মবোধক সংগীত প্রচার চলছে।