Barak Valley
হাইলাকান্দিতে জল সরবরাহ বিঘ্নিত
জনসংযোগ, হাইলাকান্দি, ৩১ মে : হাইলাকান্দি শহরের জল সরবরাহ প্রকল্পের জল উত্তোলন কেন্দ্র ইনটেক পয়েন্টটি বন্যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাইলাকান্দি শহরে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। জল উত্তোলন কেন্দ্রটির মেরামতি শেষ না হওয়া পর্যন্ত শহরে নিয়মিত পানীয় জল সরবরাহ বিঘ্নিত হবে বলে হাইলাকান্দির পিএইচ ই-র অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।