Barak Valley

হাইলাকান্দিতে যানবাহনের ওয়ান টাইম সেটেলমেন্ট হেল্প ডেস্ক

জনসংযোগ, হাইলাকান্দি, ১ সেপ্টেম্বর : হাইলাকান্দি ডিসি অফিসে ফিটনেসের মেয়াদ পেরিয়ে যাওয়ার গাড়িগুলির ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমে জরিমানা আদায় করে নিষ্পত্তিকরনের জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। জেলার ডিটিও অফিস অর্থাৎ জেলা পরিবহন আধিকারিক এর কার্যালয়ে রেজিস্ট্রেশন করা যেসব যানবাহনের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ইতিমধ্যে পেরিয়ে গেছে সেগুলির জরিমানা রেহাই করে এককালীন আদায় দিয়ে নিষ্পত্তি করতে এই হেল্প ডেস্কে পরামর্শ প্রদান করা হবে।

এই স্কিম অনুযায়ী ফিটনেসের মেয়াদ পেরিয়ে গেলে প্রতিদিন দুই চাকার যানবাহনের ক্ষেত্রে ১০ টাকা, বাণিজ্যিক ট্রাক্টর এর ক্ষেত্রে ১৫ টাকা, চার চাকার যানবাহনের ক্ষেত্রে ২০ টাকা, ভারী যানবাহনের ক্ষেত্রে ২৫ টাকা প্রতিদিন জরিমানা ধার্য রয়েছে। মেয়াদ উত্তীর্ণ যানবাহন গুলির মালিকদেরকে নটারি এফিডেভিট সহ জরিমানার ২৫ শতাংশ এমভি ট্যাক্স জমা দেওয়ার সংস্থান রয়েছে।

উল্লেখ্য,ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম শেষ হয়ে গেলে ফিটনেসের মেয়াদ পেরিয়ে যাওয়া গাড়িগুলির রেজিস্ট্রেশন রাজ্য সরকারের ২০২২ সালের যানবাহন স্ক্রেপেজ পলিসি অনুসারে বাতিল করার সংস্থান রয়েছে।

Show More

Related Articles

Back to top button