Updates

হাইলাকান্দির বনাঞ্চলের বাসিন্দাদের ল্যান্ড টাইটেল পাট্টার দরখাস্তের সময় বাড়লো

জনসংযোগ, হাইলাকান্দি, ২৩ জুন : হাইলাকান্দি জেলার সিডিউল ট্রাইব এবং জেলার বনাঞ্চলে বসবাসকারী আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্সদেরকে ২০০৬ সালের ফরেস্ট রাইট(এফ আর) এক্ট অনুসারে ল্যান্ড টাইটেল পাট্টা দেবার জন্য দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। হাইলাকান্দির সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার এক বিজ্ঞপ্তিতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য ২০০৬ সালের এফআর এক্ট এর অধীন এফডিএলসির চেয়ারম্যানের এক বিজ্ঞপ্তিতে আগে জানানো হয়েছে যে, এ ধরনের আবেদন সংশ্লিষ্ট বিডিও এর কার্যালয় জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি গ্যাজেট অনুসারে হাইলাকান্দি জেলায় বর্মণ সম্প্রদায় নোটিফাইড সিডিউল ট্রাইব। তাই জেলার সিডিউল ট্রাইব ( এইচ) এবং আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স, যারা তিন জেনারেশন অথবা ৭৫ বছর ধরে বসবাস করছেন তাদেরকে প্রমাণপত্র সহ ২০০৬ সালের ফরেস্ট রাইট এক অনুসারে ল্যান্ড টাইটেল/ পাট্টার জন্য দরখাস্ত জমা দেওয়া যাবে। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট বিডিও কার্যালয়ে এই দরখাস্ত জমার তারিখ নির্ধারিত ছিল।

Show More

Related Articles

Back to top button