Barak Valley
হাইলাকান্দি জেলায় শিলাফলক বসানো শুরু

জনসংযোগ, হাইলাকান্দি : আজাদি কা অমৃত মহোত্সবের চূড়ান্ত কর্মসূচি অনুসারে মেরি মাটি মেরা দেশ কর্মসূচিতে হাইলাকান্দি জেলার ৬২টি জিপি এবং দুইটি পুরসভায় একটি করে শিলাফলক বসানো শুরু হয়েছে। এই শিলাফলকে মাটি নিয়ে সেলফি তুলে পঞ্চপ্রাণ নামক কর্মসূচিত ওয়েবসাইটে আপলোড করা হবে।
এরপর বসুদাবন্ধন কার্যসূতিতে গাছের চারা রোপন করা হবে।
এছাড়া থাকবে বিরো -কা বন্ধন কার্যসূচিতে স্বাধীনতা সংগ্রামী এবং নিরাপত্তা বাহিনী প্রাণ আহুতি দেওয়া স্থানীয় শর্হীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এরপর রাষ্ট্রগ্রাম কর্মসূচিতে এই শিলাফলকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে স্বাধীনতা দিবস পালনের দিন।
হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে এইসব কর্মসূচিতে সব নাগরিককে অংশ নিতে আবেদন জানানো হয়েছে।