Barak Valley
হাইলাকান্দি থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার

হাইলাকান্দি : এক ভুয়ো সিবিআই অফিসারকে হাইলাকান্দি থেকে পুলিশ গ্রেফতার করেছে৷ ভুয়ো সিবিআই অফিসারের নাম অভিষেক দেব বলে জানা গেছে৷ শনিবার রাতে কাছাড় পুলিশের একটি বিশেষ দল হাইলাকান্দি শহরের ১৬ নং ওয়ার্ড থেকে ভুয়ো সিবিআই অফিসারকে গ্রেফতার করেন
হাইলাকান্দি পুলিশ সুপার লীনা দোলে জানান, কাছাড় জেলার রুজু এক প্রতারণার মামলায় অভিষেক দেব নামের ৩১ বছরের ওই যুবককে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে৷ এ দিকে গতরাতেই কাছাড় পুলিশ নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দেওয়া অভিষেক দেবকে শিলচর নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে বলে জানা গেছে৷