হাইলাকান্দি পুর এলাকায় অনুমোদন না নেওয়া বিল্ডিং এর অনুমতি নেবার নির্দেশ
জনসংযোগ, হাইলাকান্দি, ৩ জুলাই : হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান এর বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুর এলাকার যেসব সম্পত্তির মালিক কোন ধরনের অনুমোদন ছাড়া পুরএলাকায় তাদের বিল্ডিং তৈরি করেছেন,তাদেরকে আগামী ২০শে জুলাই এর মধ্যে পুরসভা কার্যালয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে যথাযথ বিল্ডিং এর অনুমতি পত্র নিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, হাইলাকান্দি পুর এলাকার জনসাধারণের স্থায়ী সম্পত্তি সম্প্রতি পুনরায় মূল্যায়ন করা হয়েছে এবং এই পুনর্র্মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন সময়ে দেখা গেছে যে কিছু কিছু বিল্ডিং নতুন করে নির্মাণ করা হয়েছে এবং কিছু বিল্ডিং এর ক্ষেত্রে মূল্যায়ন, পূণর্মূল্যায়নের জন্য পুরসভা থেকে যথাযথ বিল্ডিং এর অনুমতি না নিয়ে বাড়ানো হয়েছে যা ১৯৫৬ সালের আসাম পুরো আইন বিরোধী। তাই আগামী ২০ জুলাই এর আগে অনুমতি নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যতায় পুর আইন অনুযায়ী জরিমানা আকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।