হাফিজ রশিদকে জয়ী করতে মাঠে ইয়ং ব্রিগেড সেবা দল
করিমগঞ্জ : লোকসভা নির্বাচন কে সামনে রেখে কোমর বেঁধে মাঠে নেমেছে কংগ্রেসের ভ্রাতৃ সংগঠন ইয়ং ব্রিগেড৷ একের পর এক উঠোন বৈঠক, ঘরোয়া সভায় নিজেদের প্রচার অভিযান অব্যাহত রেখেছে সংগঠনটি৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের আহ্বানে সাড়া দিয়ে যুব কংগ্রেস সভাপতি করণ দাস পুরকায়স্থ, মহিলা কংগ্রেস সভানেত্রী সংঘমিত্রা দাস, আইটি সেলের ইনচার্জ সুদীপ ভট্টাচার্যরা৷ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেও ব্যতিক্রম ইয়ং ব্রিগেড সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী৷ বিজেপিতে যোগদানের তালিকায় নাম ছিল সন্দীপের৷ মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বার কয়েক তার নাম মাইকে ঘোষণা করলেও কংগ্রেস ছাড়তে রাজি নন সন্দীপ৷ ফলে কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে ইয়ং ব্রিগেড নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন যাবতীয় চাপের মুখে৷
শুরু হয়েছে যোগদান কর্মসূচি৷ গত ২ দিনে ২ শতাধিক নতুন সংখ্যাগুরু ভোটার যোগ দিয়েছেন কংগ্রেসে৷ যার উদ্যোগ ছিল সেবা দলের৷ শনিবার বদরপুরে সভা অনুষ্ঠিত হয় সেবাদলের৷ সেখানে প্রায় ২০ জন যুবক দলে নাম লেখান৷ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে জয়ী করতে সবাই একজোট হয়ে কাজ করার শপথ নেন৷
শনিবার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সন্দীপ বলেন, বিজেপি কিংবা AIUDF কংগ্রেস প্রার্থীর জয়ে বাঁধা হবে না৷ কারণ দুটি দলের অবস্থান সম্পর্ক মানুষ ওয়াকিবহাল৷ CAA প্রণয়ন করে মূলত বিজেপি হিন্দু বাঙালিদের সঙ্গে প্রতারণা করেছে করেছে বলে মত ব্যক্ত করেন সন্দীপ৷ বলেন, করিমগঞ্জ আসন এবার সংরক্ষণমুক্ত হওয়ার পরও মিশনরঞ্জন দাস বা সুব্রত ভট্টাচার্যের মতো প্রার্থীকে বঞ্চিত করে আগের সাংসদকেই টিকিট প্রদান করা হয়েছে৷ এক্ষেত্রেও সাধারণ প্রার্থীদের বঞ্চিত করেছেন বিজেপি নেতারা৷
তাছাড়া শিক্ষা-স্বাস্থ্য থেকে নিয়োগ পরীক্ষায় বরাক উপত্যকা চিরতরে বঞ্চিত হয়ে আসছে৷ তবে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সব সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের পাশে রয়েছেন বলে দাবি করেন সন্দীপ নন্দী৷ বলেন, দলের সর্বস্তরের কর্মীরা একজোট হয়ে মাঠে নেমেছেন৷ সব অপপ্রচারকে পিছনে ফেলে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রেকর্ড ভোটে জয়ী হবেন বলে মত ব্যক্ত করেন তিনি৷