হোলসেল কোঅপারেটিভের সদস্য তালিকা সংশোধন ৩০ এপ্রিল পর্যন্ত

জনসংযোগ, করিমগঞ্জ : অসম সমবায় আইনের ধারা ২৬ (৩) অনুসারে করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের খসড়া সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে তালিকায় ভুল ত্রুটি সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে। এতে দি করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর লিমিটেডের ভারপ্রাপ্ত সম্পাদক, সদস্য তালিকায় কোন মৃত ব্যক্তির নাম বা অন্য কোন ভুল ত্রুটি যদি থাকে তবে উপযুক্ত প্রমাণ সহ তার কাছে আবেদন দাখিল করতে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সদস্য তালিকায় বয়সের প্রমাণপত্র, মোবাইল নম্বর ইত্যাদি থাকা আবশ্যক তাই সব সদস্যদের বয়সের প্রমাণপত্র, মোবাইল নম্বর ও আধার কার্ডের ফটোকপি আগামী ৩০ এপ্রিলের মধ্যে সমিতির কার্যালয়ে জমা দিতে আহবান জানানো হয়েছে। ৩০ এপ্রিলের পর কোন প্রকার দাবী আপত্তি গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। এতে সমবায় আইন এবং পঞ্জীয়কের নির্দেশ অনুযায়ী আগামী ১০ মে সমিতির চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।