AssamBarak ValleyNorth-East

হোলিতে অঘটন : কুশিয়ারায় সলিল সমাধি মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার

করিমগঞ্জ : হোলির আনন্দের মধ্যে শোকাবহ ঘটনা করিমগঞ্জ সদরে৷ রং খেলা শেষে নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটে এক যুবকের৷ মৃত যুবকের নাম অরিজিৎ ভট্টাচার্য (১৭)৷ শহরের স্টিমারঘাট রোডের তারাভূষণ পাল লেনের ভাড়াটে ঘরে বাবা ও ভাইয়ের সঙ্গে থাকত সে৷ প্রসঙ্গত, এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে৷ এম কে গান্ধী কলিজিয়েট স্কুলের ছাত্র ছিল সে৷

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার হোলির আনন্দে বন্ধুদের সঙ্গে সামিল হয় হারাণ ভট্টাচার্যের ২য় ছেলে৷ দুপুর ২টা নাগাদ আবির খেলা শেষে কুশিয়ারা নদীতে স্নান করতে নামে৷ কিন্তু শুকনো মরসুমে নদীতে জল কম থাকায় কিছু জায়গা নামতেই বিপত্তি ঘটে৷ সাঁতার জানা না থাকায় নদীর গভীরে চলে যায়৷ কাছাকাছি থাকা মানুষেরা চিৎকার শুনে এগিয়ে গেলেও কাজে আসে নিন

খবর দেওয়া হয় SDRF ও প্রশাসনকে৷ প্রায় ২ ঘন্টা তল্লাশি চালানোর পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিভিলে নিয়ে আসা হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনায় ১২ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে৷

পৌরসভার উপ-পৌরপতি জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনায় ওয়ার্ডের সবাই মর্মাহত৷ ১২ নং ওয়ার্ডের তারাভূষণ পাল লেনের ভাড়াটে বাড়িতে রয়েছে মৃতের পরিবার৷ বছর দু’য়েক আগে প্রয়াতের মাতৃ বিয়োগ হয়৷ তাঁরা ২ ভাই, বাবা প্রচন্ড অসুস্থ৷ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Show More

Related Articles

Back to top button