১ কোটি ৩০ লক্ষের কাজের শিলান্যাস

করিমগঞ্জ : রাজ্য সরকার ও করিমগঞ্জ পৌরসভার উদ্যোগে ২৫ নং ওয়ার্ডে ১ কোটি ৩০ লক্ষেরও অধিক টাকার কাজের শিলান্যাস হল৷ এ উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড কমিশনার তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বণিক৷ সভায় পৌরোহিত্য করেন শিক্ষাবিদ রঞ্জিত দেব৷
বিভিন্ন কাজের শিলান্যাস করেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, সাংসদ কৃপানাথ মালাহ, ASTC chairman মিশন রঞ্জন দাস, দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, শহর মণ্ডল সভাপতি কিশোর দে, প্রাক্তন পৌরপতি ডা. মানস দাস, উপ-পৌরপতি সুখেন্দু দাস, Development Authority-র chairman দেবব্রত সাহা, পৌর সদস্য বিশ্বজিৎ শুক্লবৈদ্য ও বিন্দিয়া পাল৷
ওই ওয়ার্ডের ঘাটলাইন থেকে চরবাজার হয়ে কুশিয়ারা নদী পর্যন্ত একটি নতুন ড্রেন, বিবেকানন্দ শিশু উদ্যানের উন্নতীকরণ, শিবশঙ্কর মন্দিরের উন্নয়ন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০ জনের অধিক হিতাধিকারীদের মধ্যে রন্ধন গ্যাস বন্টন সহ অন্যান্য কর্মসূচি ছিল এদিনের আকর্ষণ৷ অনুষ্ঠানে তিন শতাধিক নাগরিক পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব ও সাংসদ কৃপানাথ মালাকে নাগরিক সম্মান জানান৷ সভায় ওই এলাকা উন্নয়নে সচেষ্ট থাকার আশ্বাস দেন সাংসদ কৃপানাথ মালা৷ বুধবার সন্ধ্যায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন ASTC chairman মিশন রঞ্জন দাস, দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, শহর মণ্ডল সভাপতি কিশোর দে ও প্রাক্তন পৌরপতি ডা. মানস দাস,