Updates

২৩-২৪ জানুয়ারি করিমগঞ্জে নতুন রেশনকার্ড বিতরণ

করিমগঞ্জ : করিমগঞ্জের ৪ বিধানসভা কেন্দ্রে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি নতুন রেশনকার্ড বন্টন করা হবে৷ জেলার খাদ্য, গণ বন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িতঞপ্রাপ্ত ADC জানিয়েছেন, ২৩ জানুয়ারি উত্তর করিমগঞ্জের হিতাধিকারীদের করিমগঞ্জ শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১১টা থেকে নতুন রেশন কার্ড বন্টন করা হবে৷ এতে মুখ্য অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷

পাশাপাশি, ২৪ জানুয়ারি, বুধবার জেলার ৩টি বিধানসভা কেন্দ্র এলাকায় রাজ্য সরকার প্রদত্ত এই নতুন রেশন কার্ড বন্টন করা হবে৷

এতে ২৪ জানুয়ারি, সকাল ১১টায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজার এসভি বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ও বিকাল ৩টায় রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের দুল্লভছড়া পাতিবিল মাঠে মন্ত্রী এই নতুন রেশন কার্ড বন্টন করবেন৷

এদিকে, ২৪ জানুয়ারি সকাল ১১টায় পাথারকান্দির সলগই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে হিতাধিকারীদের নতুন রেশন কার্ড বন্টন করা হবে৷ ওই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আসাম বিধানসভার উপাধ্যক্ষ ড. নুমল মোমিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রেশন কার্ড বন্টনের সূচনা করবেন৷

উল্লেখ্য, রাজ্য সরকার থেকে প্রদান করা নতুন রেশন কার্ড বিতরণ প্রক্রিয়ায় করিমগঞ্জ জেলায় ১ লক্ষ ৪৩ হাজার ৯৩৯ সুবিধাপ্রাপকদের জন্য ২৪ হাজার ৭৫৪টি নতুন রেশন কার্ড বিতরণ করা হবে৷ এদিকে হিতাধিকারীদের নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে হোলসেল কো-অপারেটিভ সোসাইটি ও গ্রাম পঞ্চায়েত পর্যায়ের সমবায় সমিতি অনুসারে থাকা নির্ধারিত কাউন্টার থেকে এই নতুন রেশন কার্ড সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে৷ রেশন কার্ড সংগ্রহ করার সময় হিতাধিকারীদের নিজ নিজ আধার কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button