Barak Valley

লোকসভা নির্বাচন : করিমগঞ্জে ড্রাই-ডের সময়সীমা বৃদ্ধি

করিমগঞ্জ : করিমগঞ্জে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ড্রাই-ডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্দেশিকানুসারে জেলায় ২৪ এপ্রিল বিকাল ৫-টা থেকে ২৬ এপ্রিল রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত ড্রাই-ডে বলবৎ থাকবে।

নতুন আদেশে জেলাশাসক জানিয়েছেন, ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন সমস্ত ভোজনালয়, পানখানা, বিশ্রামালয় বা লোক জমায়েত স্থান রয়েছে সে সব স্থানে কোনও ধরনের মদ ও অন্য নেশাজাতীয় দ্রব্য বিতরণ বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি ২৪ এপ্রিল বিকাল ৫-টা থেকে ২৬ এপ্রিল রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১২৩ করিমগঞ্জ উত্তর, ১২৪ করিমগঞ্জ দক্ষিণ, ১২৫ পাথারকান্দি এবং ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় অবস্থিত সমস্ত ধরনের দেশি-বিদেশি মদের দোকান, বার, ক্লাব, বন্ডেড ওয়্যারহাউস ইত্যাদি সম্পর্ণভাবে বন্ধ থাকবে। ফলে ওই সময়কালে কেউ মদ বা যে কোনও নেশাজাতীয় দ্রব্য বিক্রি, বিতরণ, পরিবেশন বা সেবন করতে পারবেন না।

এছাড়া, ভোট গণনার দিন ৪ জুন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং যদি পুনর্ভোট হয়, তবে ওই দিনও এই বিধিনিষেধ বলবৎ থাকবে। আদেশ লঙ্ঘিত হলে আবগারি আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button