Updates

২৪-২৭ এপ্রিল করিমগঞ্জ শহরে ই-রিকশা, অটো চলাচল নিষিদ্ধ

করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা আয়ুক্ত লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের যানবাহন সুষ্ঠভাবে চলাচলের জন্য ২৪ এপ্রিল, বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহর করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সড়কে সব ধরনের ই-রিকশা, ই-অটো এবং পেট্রোল অটো চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন৷ ফলে বুধবার থেকে শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সড়কে কোনো ধরনের ই-রিকশা, ই-অটো এবং পেট্রোল অটো চলাচল করতে পারবে না৷

Show More

Related Articles

Back to top button