Assam
৫.২ প্ৰাবল্যের ভূমিকম্প অসম ও মেঘালয়ে, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ২ অক্টোবর : আজ সোমবার সন্ধ্যারাত ৬-টা ১৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পে কেঁপে উঠেছে অসমের রাজধানী গুযাহাটি ও পার্শ্ববর্তী এলাকা এবং মেঘালয়। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৫.২ ধরা পড়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রাথমিক তথ্যে জানা গেছে, আজ সন্ধ্যারাতে সংঘটিত ভূমিকম্পের উত্সস্থল ছিল মেঘালয়ের উত্তর গারোপাহাড় জেলার রেসুবেলপাড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ২৫.৯০ উত্তর অক্ষাংশ এবং ৯০.৫৭ দ্রাঘিমাংশে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। জানা গেছে, আজকের ভূমিকম্পের ঝাঁকুনি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চিনেও অনুভূত হয়েছে।