Updates

৫.৪ প্ৰাবল্যের ভূমিকম্প অসম ও মেঘালয়ে, কেঁপেছে বাংলাদেশ এবং মায়ানমারও, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি : আজ সোমবার রাত ৮-টা ১৯ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম, মেঘালয় এবং প্রতিবেশী বাংলাদেশ ও মায়ানমার। রিখটার স্ক্যালে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। তবে এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ ১৪ আগস্ট রাত ০৮:১৯:৪৭-এ সংঘটিত ভূমিকম্পের উত্‍সস্থল ছিল দক্ষিণ অসমের করিমগঞ্জ শহর থেকে ৪ কিলোমিটার এবং বাংলাদেশের কানাইঘাট (সিলেট) থেকে ৭ কিলোমিটার দূরে মেঘালয়ের চেরাপুঞ্জি।

তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) একটি ফটো পোস্ট করে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে জানিয়েছে, আজকের ভূমিকম্পের উত্‍সস্থল ছিল মেঘালয়ের চেরাপুঞ্জির দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে প্রায় ৪৯ কিলোমিটার দূরে (বাংলাদেশের কানাইঘাট) ভূগৰ্ভের ১৬ কিলোমিটার গভীরে ২৫.০২ উত্তর অক্ষাংশ এবং ৯২.১৩ দ্রাঘিমাংশে।

সূত্ৰের খবর, মেঘালয়ের চেরাপুঞ্জি ও পার্শ্ববর্তী এলাকা, অসমের রাজধানী গুয়াহাটি সহ বাংলাদেশ সীমান্তবর্তী করিমগঞ্জ এবং বাংলাদেশ ও মায়ানমারের বিভিন্ন অঞ্চল কেঁপেছে ভূমিকম্পে।

Show More

Related Articles

Back to top button