অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পযিবারদের এককালীন আর্থিক সাহায্য কৃষ্ণেন্দুর

পাথারকান্দি : গত একমাসে পাথারকান্দিতে পৃথক পৃথকভাবে সংগঠিত হওয়া ৩টি বিধ্বংসী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পরিবারদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ আজ তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নিঃস্ব ৩ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিজেপির পাথারকান্দির মন্ডল সভাপতি শশীবাবু সিনহাকে পাঠিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা করে ৩টি পরিবারের মধ্যে নগদ মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা দান করেন৷
এ মর্মে বিধায়কের নির্দেশ পেয়ে গতকাল রাতে কলকলিঘাট জিপি সভাপতির প্রতিনিধি কল্পা দেব মঙ্গলবার সোনাখিরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অমলা বৈদ্যের হাতে বিধায়কের হয়ে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন৷ একইভাবে আজ পাথারকান্দি মন্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা দলীয় কর্মীদের নিয়ে দোহালিয়া অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত প্রফুল্ল চক্রবর্তীর হাতে বিধায়কের হয়ে নগদ ৫০ হাজার টাকা ছাড়াও পাথারকান্দি সমবায় সমিতির কার্যালয় সংলগ্ন ব্লক রোডে গত ১৫ মার্চ দিলীপ নাথের ভাড়াটে বন্ধ মুদির দোকানে সংগঠিত বিধ্বংসী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে দিলীপ নাথের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন৷ উপস্থিত ছিলেন বিজেপির রুবেল পাল, রাজেশ দাস, বিজয় বণিক প্রমুখ৷