Barak ValleyAssamNorth-East

অটো ভর্তি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করলো বাজারিছড়া থানাধীন নাগ্রা পেট্রোল পোস্টের পুলিশ।

পাথারকান্দি : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের পথে যাত্রীবাহি অটো থেকে বোঝাই বার্মিজ সুপারি আটক করল নাগ্রা পেট্রোল পোস্টের পুলিশ৷ প্রায় ২৭৫ কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ৷

এ মর্মে নাগ্রা পেট্রোল পোস্টের ইনচার্জ জেপি দাস জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টা থেকে লঙ্গাই নদীর পশ্চিম প্রান্তে খাগড়াগুড়া এলাকায় নাকা চেকিং বসানো হয়৷ দুপুর ২টা নাগাদ AS-10-AC-8662 নম্বরের যাত্রীবাহি অটোটি নাকা পয়েন্টে পৌছালে চালক দ্রুতবেগে পালিয়ে যেতে চায়৷ তখন কর্তব্যরত পুলিশ কর্মীরা অটোর পিছু ধাওয়া করলে চালক অবস্থা বেগতিক দেখে অটো রেখে পালিয়ে যায়৷ পরে পুলিশ অটোতে তল্লাশি চালিয়ে ৭ বস্তায় ২৭৫ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করে৷ পরে গাড়ি সহ বাজেয়াপ্ত সুপারি পুলিশ নিজ হেফাজতে নেয়৷ বাজেয়াপ্ত সুপারির বাজার মূল্য লক্ষাধিক টাকার মত হবে বলে জানা গেছে৷

যাত্রীবাহি অটোটি উত্তর ত্রিপুরার দামছড়া হয়ে অসম সীমান্তে প্রবেশ করে পিপলার বিকল্প পথ ধরে করিমগঞ্জ জেলা সদরে পৌঁছানোর উদ্দেশ্যে রওয়ানা হয়৷ পুলিশ এই বার্মিজ সুপারি পাচারে জড়িতদের ধরতে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button