অটো রিকশায় যুবতীর শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার আছিমগঞ্জে

আছিমগঞ্জ, ৬ এপ্রিল: চলন্ত অটো গাড়িতে এক যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ঘনিষ্ট এক যুবককে আটক করল পাথারকান্দি পুলিশ। ধৃতের নাম শহিদ আহমদ। সে আছিমগঞ্জ বাজার এলাকার এক সুপরিচিত ফল ব্যবসায়ী বলে জানা গেছে।
অভিযোগ মতে, গত অষ্টমীর সন্ধ্যা রাতে আছিমগঞ্জ থেকে ভিন ধর্মী এক যুবতী শ্রীভূমি জেলা সদরে যাবার উদ্দেশ্যে একটি অটোতে উঠেন। ঠিক সেই সময় আছিমগঞ্জের সুপরিচিত ফল ব্যবসায়ী শহিদ বাইক নিয়ে ওই অটোটির পিছু ধাওয়া করে। একসময় চেরাগী পৌঁছার পর শহিদ তার বাইক থেকে নেমে যাত্রী সেজে ওই অটোতে উঠে পড়ে। অটোটি নিলামবাজারে পৌঁছার পর একজন যাত্রী অটো থেকে নেমে পড়লে অটোতে সেসময় চালক সহ যুবতী ও শহিদ থেকে যায়। তখন একাকিত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক ওই যুবতীর সঙ্গে অশালীন আচরণ শুরু করে। এমনকি যুবতীর শরীরে স্পর্শকরার পাশাপাশি যুবতীকে মোটা টাকার প্রলোভন দেখিয়ে নিজের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তাব দেয় বলে অভিযোগ যুবতীর। এক সময় সাহসী যুবতী শহিদের কুকান্ড নিজের মোবাইলে রেকর্ডিং করতে থাকলে শহীদ আহমদ যুবতীর পাশে কিছু টাকা ছুঁড়ে ফেলে অটো থেকে নেমে পালিয়ে যায়।
এরপরেই যুবতী শহিদ আহমেদের কুকান্ড সামাজিক মাধ্যমে আপলোড করলে সেই ভিডিও তৎক্ষণাৎ ব্যাপকহারে ভাইরেল হয়ে যায়। এবং শহিদের বিরুদ্ধে গতকাল রাতে যুবতীর পক্ষ থেকে পাথারকান্দি থানায় মামলা ও দায়ের করা হয়। এই মামলার ভিত্তিতে পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত শহিদকে রবিবার রাতে আটক করে থানায় নিয়ে আসে।