অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ও পুনর্বাসনের সভা

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮ মার্চ : হাইলাকান্দি জেলায় অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য মঙ্গলবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এর উদ্যোগে জেলা শাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত উপায়ুক্ত সপ্ততী এন্দো-র পৌরোহিত্যে সভায় অবসরপ্রাপ্ত সেনা, শহীদ সেনাদের বিধবা, যুদ্ধে নিহত ও আহত সৈনিক এবং কর্মরত সৈনিকদের পরিবারের কল্যাণ ও পুনর্বাসনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অবসরপ্রাপ্ত কর্নেল টি এইচ কুঞ্জলাল সিংহ। সভায় জানানো হয় যে,অবসরপ্রাপ্ত সৈনিক দের কল্যাণে সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করনের জন্য জেলার বিভিন্ন স্থানে জেলা সৈনিক কল্যাণ বোর্ডের উদ্যোগে সমাবেশ নিয়মিত আয়োজন করা হয়। এই ধরনের সমাবেশে অবসরপ্রাপ্ত সৈনিকদের পেনশন, জয়েন্ট নোটিফিকেশন, পার্ট টু অর্ডার ইত্যাদি সম্পর্কে নিয়মিত আলোচনা করা হয়ে থাকে।