Barak Valley

অভিনব কায়দায় বাইক চুরি বদরপুরে

বদরপুর : বদরপুর থানাধীন ভাঙ্গা এলাকার মির্জাপুর গ্রাম থেকে রীতিমতো অবাক করে বাইক চুরির ঘটনা ঘটল আজ৷ জানা গেছে, মির্জাপুর গ্রামের রমাকান্ত দেব নামের যুবক কর্মসূত্রে বাইরে থাকেন৷ ঘরে রয়েছে বাইক৷ পরিবারের লোক বিক্রি করে দিতে চাইছেন৷ এ খবর পেয়ে শনিবার সকালে এক যুবক তাদের বাড়িতে আসে৷ বাইকটি কেনার উদ্দেশ্যে কথাবার্তা বলে৷ AS 10 E 6234 নম্বরের বাইকটি ঘরের বারান্দা থেকে বাইরে এনে সে ট্রায়াল দেবে বলে বাইকটি নিয়ে সে বাইরে বেরিয়ে যায়৷ এরপর সে আর ফিরে আসে নি৷ অভিযুক্ত ফোন করলে দেখা যায় সুইচ অফ আছে৷ এরপরই তারা খোঁজ নিতে শুরু করেন৷ পুলিশ-BSF সবাইকে জানান৷

বদপুর থানায় FIR দেওয়া হয়৷ পারিবারিক সূত্রে জানা গেছে যুবকের ফোন নাম্বারটি আব্দুল মালিক নামের ব্যক্তির৷ বাড়ি হাইলাকান্দি জেলায়৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনায় ভাঙ্গা-মির্জাপুর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ স্থানীয় জনগণ চোরকে ধরতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন৷

Show More

Related Articles

Back to top button