Barak Valley
অসম-ত্রিপুরা সীমান্তে, চুরাইবাড়িতে দেড় কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত, ধৃত লরিচালক

পাথারকান্দি, লোয়াইরপোয়া, চোরাইবাড়ি ও কটামণি : অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা৷ আগরতলা জিরানিয়া পার্কিং থেকে বিহার নিয়ে যাওয়ার সময় চুড়াইবাড়ি পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা৷ একটি খালি গাড়ির (NL-01-AD-4522) গোপন চেম্বার থেকে উদ্ধার হয় গাঁজা৷ আটক করা হয়েছে বিহারের মুজাফুরপুরের অমরেশ কুমার রাইকে (২৮)৷
৩০ হাজার টাকার বিনিময়ে গাঁজাগুলো নিয়ে যাচ্ছিল অমরেশ৷ যার আনুমানিক বাজারমূল্য এক কোটি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা৷ চুড়াইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এই অভিযান চালায়৷ তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত জানায় নি৷