Barak Valley

আজ নিলামবাজারের বেড়াজালে যজ্ঞ

নিলামবাজার : নিলামবাজারের বেড়াজালে একই জায়গায় গত কয়েকদিন থেকে দুর্ঘটনা ঘটে চলেছে৷ এরমধ্যে প্রথম দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে৷ এরপর একই জায়গায় আরও দুর্ঘটনা ঘটে চলেছে৷ ফলে দুর্ঘটনা প্রতিহত করার জন্য পূজা, যজ্ঞ, প্রার্থনা ইত্যাদির আয়োজন করা হয়েছে৷ বুধবার ওই জায়গায় বিশ্বশান্তি নৃসিংহ যজ্ঞ অনুষ্ঠিত হবে৷ পরিচালনায় থাকবেন করিমগঞ্জ ইসকনের সম্পাদক তথা রাষ্ট্রীয় সন্ত নৃসিংহন্দজি মহারাজ৷ সকাল ৬টা থেকে যজ্ঞ শুরু হবে৷ এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে৷

Show More

Related Articles

Back to top button