Barak Valley
আজ হাইলাকান্দিতে কিষান মেলা

জনসংযোগ, হাইলাকান্দি, ১৭ জুলাই : হাইলাকান্দি কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার হাইলাকান্দি টাউনহলে কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে টেকনোলজি শকেসিং কাম কিষানমেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় একদিনের এই কিষান মেলাটির উদ্বোধন করবেন জেলাশাসক নিসর্গ হিভারে। এই মেলায় উন্নত প্রযুক্তির ফল শাক সবজির চারাগাছ প্রদর্শনীয় বিক্রির ব্যবস্থা থাকবে। এছাড়া এই মেলায় কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার, ব্যবস্থাপনা ও যত্নপাতি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ কৃষিবিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া যাবে।