Barak Valley
আজ হাইলাকান্দিতে মন্ত্রী পীযুষ হাজরিকা

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ জুন: রাজ্যের জল সম্পদ ও তথ্য জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকা দুই দিনের হাইলাকান্দি সফরসূচি নিয়ে সোমবার হাইলাকান্দি আসছেন। তিনি সোমবার বেলা ২টা ৩০ মিনিটে হাইলাকান্দি পৌঁছে দলীয় কার্যসূচিতে অংশ নেবেন। এরপর সন্ধ্যা পাঁচটায় শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়ে শিলচরের রাত্রি যাপন করবেন। মঙ্গলবার তিনি সকাল দশটায় হাইলাকান্দি ফিরে আসবেন। এরপর তিনি দলীয় কার্যসূচিতে অংশ নেবেন। বেলা দুইটায় তিনি দিসপুরের উদ্দেশ্যে হাইলাকান্দি ত্যাগ করবেন।