Barak Valley

আর.জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় প্রতিবাদ করিমগঞ্জে

সংবাদ সংস্থা, করিমগঞ্জ : আর.জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত জুনিয়র মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সমগ্র দেশ । এই ঘটনার প্রতিবাদে এইবার সরব হয়ে করিমগঞ্জের রাজপথে নেমেছেন মহিলারা । শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জ মহিলা মোর্চার উদ্যোগে সীমান্ত শহরে বিক্ষোভ প্রদর্শন করা হয় । মোমবাতি মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করা হয় । জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এওসি পয়েন্টের নেতাজী মূর্তির পাদদেশে এসে এই মিছিল শেষ হয় ।

প্রতিবাদী মিছিলে জেলা মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী বলেন, ঘটনায় লজ্জিত সারা দেশ । পশ্চিমবঙ্গে মহিলারা যে নিরাপদ নন এর চেয়ে বড়ো প্রমান আর কিছু হতে পারে না । ঘটনায় জড়িত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তারা ।

এদিকে এবিভিপি করিমগঞ্জ শাখার সদস্যরা এদিন বিকেলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মশাল মিছিল করে শহরের এওসি পয়েন্টে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন ।

Show More

Related Articles

Back to top button